বাঁকখালী নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

শাহীন মাহমুদ রাসেল ◑

কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তার নাম ইমন (১৩)।

রবিবার দুপুরে চাকমারকুল ইউনিয়নের দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়া নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। ডুবে যাওয়ার পর থেকে স্থানীয় বিভিন্ন ডুবুরি দল নিখোঁজের সন্ধানে বাঁকখালী নদীতে অভিযানে নেমেছে বলে জানা গেছে।

নিখোঁজ ইমন একই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়া জানান, ছেলে দুপুর সাড়ে ১২টার দিকে এসে বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে রামু ফায়ারসার্ভিস কর্মকর্তাকে খবর দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধারের কাজ চলছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ছাত্রটিকে উদ্ধারে ডুবুরি টিমও আনা হচ্ছে।

ডুবুরি দলের কর্মকর্তারা জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুবুরি দল উদ্ধারকাজে নদীতে নেমেছে। ওই ছাত্রকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম। তার পরও মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত চেষ্টা করা হবে।

আরও খবর