সরকারি আদেশ অমান্য করে বিল্ডিং নিমার্ণের কাজ ও চায়ের দোকান খোলা রাখার অপরাধে জরিমানা

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
সরকারি আদেশ অমান্য করে বিল্ডিং কনস্ট্রাকশন এর কাজ করার অপরাধে কক্সবাজার শহরের তারবনিয়ারছড়া এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একইদিন পৃথক অভিযান চালিয়ে চায়ের দোকান খোলা রাখায় বড় বাজারে নজির হোসেন, নজরুল ইসলাম ও আবদুল গফুর নামক তিন দোকানদারকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলের দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

মহামারি করোনার ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারী নির্দেশনা স্বত্ত্বেও গত কয়েক দিন ধরে অসংখ্য শ্রমিক দিয়ে অনুমতি বিহীন খাস জায়গায় বাউন্ডারী ওয়াল ও বাড়ি নির্মাণ করে আসছেন সাইফুল ইসলাম। স্থাপনা নির্মাণের খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে যখন সবাইকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হলো তখন সরকারি অাদেশ অমান্য করে অসংখ্য শ্রমিক বিল্ডিং নির্মাণ কাজ চালানো এবং চায়ের দোকান খোলা রাখার অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকুন এবং সুস্থ থাকুন।

আরও খবর