নিজস্ব প্রতিবেদক ◑ কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে নাফ নদীতে একটি কাঠের নৌকাসহ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জালিয়ার দ্বীপ সংলগ্ন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের মাধম্যে জানা যায় মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহলদল নাফনদীর জালিয়ারদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
কিছুক্ষণ পর সন্দেহজনক একটি কাঠের নৌকা নিয়ে কয়েকজন লোক সীমান্তে প্রবেশের সময় কোস্টগার্ডের সদস্যরা থামানোর সংকেত দেয়।
তিনি আরও জানান, কোস্টটগার্ডের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই পাচারকারীরা ইয়াবা ও নৌকা ফেলে মিয়ারমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকার ভেতরে তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
যার ইয়াবা আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-