অনলাইন ডেস্ক ◑ করোনাভাইরাসের সংক্রমণে লকডাউনের মধ্যে রোগী পরিবহনের অ্যাম্বুলেন্সে করে মাদকের হোম ডেলিভারি দেয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় পুলিশের কাছে এমন এক চক্র ধরা পড়েছে।
শুক্রবার ভারতের মালদার হাবিবপুর থানার অধীনস্থ আইহো অঞ্চলে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম স্থানীয় পুলিশের সূত্র দিয়ে জানায়, লকডাউনের মধ্যে ছুটছিল অ্যাম্বুলেন্সটি। পরে পুলিশ তল্লাশি চৌকিতে আটক করে দেখা যায় সেখানে মদের কার্টুন এবং বিদেশি মদ।
পুলিশ জানায়, ওই অ্যাম্বুলেন্সটি লকডাউনের সময় মদের হোম ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। এ সময় ভেতরে থাকা দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাবিবপুর থানা পুলিশ ওই অ্যাম্বুলেন্স ও মদ বাজেয়াপ্ত করেছে। অ্যাম্বুলেন্স করে মদের হোম ডেলিভারির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানতে পুলিশ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-