মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
প্রশাসনের নির্দেশনা ছাড়া নিজ উদ্যোগে কোন রাস্তা ঘাট বন্ধ না করতে উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
এরকম নিজ উদ্যোগে রাস্তা বন্ধ করার কারণে প্রশাসন, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি, এ্যাম্বুলেন্স চলাচল, নিত্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সামগ্রী পরিবহন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে। এছাড়া এ রাস্তা বন্ধ থাকার সুযোগে মূল রাস্তার ভেতরের দিকে জনসমাগম হওয়ার সুযোগ রয়েছে। অপরাধকর্ম সংগঠিত হওয়ার সুযোগ রয়েছে।
কাউকে অতি উৎসাহী হয়ে এধরণের বেআইনি কর্মকান্ডে জড়িত না হয়ে নিজ ও পরিবারের সুরক্ষার্থে নিজ নিজ ঘরে অবস্থান করতে উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামান অনুরোধ জানিয়েছেন।
এ নির্দেশনা না মেনে কেউ রাস্তা ঘাট বন্ধ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুশিয়ারী দিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-