পৌরসভার প্রতি ওয়ার্ডে ত্রাণ নিয়ে ছুটছেন কমিশনার মাহাবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক ◑
করোনা ভাইরাস সংকটে সব দিক লকডাউন হওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছে মানুষ। কষ্টে পড়েছে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ গুলো। আয় রোজগার বন্ধ থাকায় একমুঠো খাবারের জন্য ত্রাণের দিকে চেয়ে থাকে তারা। অসহায় নিরন্ন মানুষের এই দুর্দিনে নিজ উদ্যোগে কক্সবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাবার নিয়ে ছুটছেন পৌরসভার প্যানেল মেয়র (১) ও ৩নং ওয়ার্ড কমিশনার মাহাবুবুর রহমান।

নিজের ভোটার এলাকা পৌরসভার ৩ নং ওয়ার্ড হলেও তিনি খাবারের প্যাকেট নিয়ে ছুটে চলছেন প্রতিটি ওয়ার্ডে। গত ১০ দিন ধরে টানা অসহায় মানুষের মাঝে খাবার পৌছানোর জন্য ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে মাহবুবুর রহমানকে। বিরতিহীন খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন তিনি।

৩ নং ওয়ার্ড কমিশনার ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান ইতিমধ্যে, কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় ১৫০ পরিবার, বিডিআর ক্যাম্প বড়ুয়া পাড়ায় ১৫০ পরিবার, লাইট হাউজ এলাকার ১৫০ পরিবার, কলাতলী আদর্শ গ্রাম এলাকার ১৫০ পরিবার, মাঝির ঘাট এলাকার ১৫০ পরিবার ও পেশকার পাড়া এলাকায় ১১০০ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, তেল ও আলুসহ পরিমাণ মতো প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন।

এছাড়াও রাখাইন পাড়া, মাছবাজার ও বদরমোকাম এলাকায় নিয়মিত খাবার বিতরণ করে যাচ্ছেন তিনি। পত্রিকার প্রায় ৫০ জন হকারের মাঝেও খাবার সহযোগিতা তুলে দেন মাহাবুবুর রহমান। টেকপাড়া এলাকায় আব্দুল খালেকের মাধ্যমে ৫০ জনের খাবার নিশ্চিত করেছেন এই কমিশনার। ইতোমধ্যে পৌর এলাকায় প্রায় ৫ হাজার অসহায় পরিবারের খাবার সহায়তা তুলেন দেন তিনি।

এসব খাবার সহায়তা ছাড়াও পৌরসভা থেকে বরাদ্দকৃত নিজ ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে ১০ বস্তা চালও বিতরণ করেছেন।

কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিশনার মাহাবুবুর রহমান বলেন, এই সময়ে আমার কাছে কে কোন ওয়ার্ডের বাসিন্দা সেটা বিষয় নয়; এখন আমার কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো। মানুষকে মানুষের পাশে থাকতে হয়। করোনা ভাইরাসের কারণে আজ বিশ্ব থমকে গেছে। কক্সবাজারের অবস্থাও খারাপ।

তিনি আরও বলেন, আয়ের পথ বন্ধ। মধ্যবিত্ত ও নিম্মআয়ের মানুষ খুব কষ্টে আছে। তাই নিজের ব্যক্তিগত তহবিল থেকে যতোটুকু পারি সবাইকে খাবার সহযোগিতা করার চেষ্টা করছি মাত্র। যতো দিন পারি দরিদ্রদের মাঝে এই সহযোগিতা অব্যাহত রাখবো।

আরও খবর