নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা এখনও করোনা ভাইরাস মুক্ত রয়েছে। এর আগে যে নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি সুস্থ হয়েছে বাড়ি ফিরে এসেছেন। বৃহস্পতিবার পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরা সকলের ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।
সর্বশেষ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ২৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয়েছে। আর প্রতিটি রোগীরই ভাইরাস টেস্ট রিপোর্ট এসেছে নেগেটিভ। এদের মধ্যে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী (রহ.) মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীও রয়েছেন। ওই শিক্ষার্থীর বাড়ি কক্সবাজার শহরের বইল্যা পাড়ায়।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহাবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার কক্সবাজার সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের ফ্ল্যু সেন্টারগুলো থেকে ২৭ জন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছি। বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশনে থাকা শহরের বইল্যা পাড়া এলাকার শিক্ষার্থীর নমুনা আসে। আর ওইসব নমুনা সকাল থেকে দুপুরের মধ্যে টেষ্ট করা হয়েছে। তবে প্রত্যেকটির নমুনার রিপোর্ট এসেছে নেগেটিভ।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানান, সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী (রহ.) মেডিকেল কলেজের শিক্ষার্থী জ্বও, সর্দি ও কাশি নিয়ে ঢাকা থেকে কক্সবাজার নিজ বাড়িতে আসে। পরে তার শরীরে জ্বর, সর্দি ও কাশিসহ করোনা ভাইরাসের অধিকাংশ উপসর্গ থাকায় হাসপাতালের আইসোলেশনে রাখা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার সকালে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-