মাহমুদুল করিম মাহমুদ :
কক্সবাজার সদর ইসলামাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের গজালিয়া সাত ঘরিয়া পাড়ায় বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম(৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ৭টা ৩০ মিনিটের সময় এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম জানায়, আজ সকালে সাতঘড়িয়া পাড়ার পাশে এক পাহাড়ের পাশে কাঠ কাটতে গিয়েছিল নুরুল ইসলাম।সেখানে বন্যহাতি আক্রমণে তার মৃত্যু হতে পারে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-