কক্সবাজার সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে শিশু আইসোলেশনে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑

কক্সবাজার সদর হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে ১০ বছরের একটি শিশু করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার ৮ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির দেহ থেকে স্যাম্পল সংগ্রহ করে টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। বিষয়টি কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন।

তিনি আরো জানান, সামাজিকভাবে হেনেস্তা হওয়ার আশংকায় আইসোলেশনে ভর্তি হওয়া শিশুটির নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছেনা।

প্রসংগত, শিশুটি সহ করোনা ভাইরাস উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে মোট ২ জন রোগী করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি আছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানান, তাদের টেস্ট রিপোর্ট পাওয়া গেলেই বুঝা যাবে তারা করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত রোগী কিনা।

আরও খবর