কক্সবাজারে করোনা রোগী সন্দেহে সদর হাসপাতাল আইসোলেশনে ভর্তি – ১

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস জীবাণু আক্রান্তের উপসর্গ থাকায় কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়ার এক ছাত্রকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার প্রচন্ড জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা সহ করোনা ভাইরাসের প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। তার শরীরের স্যাম্পল কালেকশন করে টেস্টের জন্য ইতিমধ্যে কক্সবাজার মেডিকেল কলেজের করোনা টেস্ট ল্যাবে পাঠানো হয়েছে।

বিষয়টি কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন নিশ্চিত করেছেন।

আইসোলেশনে থাকা রোগী সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী (রহ.) মেডিকেল কলেজের এমবিবিএস পড়ুয়া। সে সদ্য ঢাকা থেকে এসেছে। তার পিতার নাম মনির মাস্টার। তার বইল্ল্যা পড়ার বাড়ি লকডাউন করা হয়েছে।

আরও খবর