সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল ◑
মহামারি ‘করোনা ভাইরাস’ বিস্তার রোধে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও সামাজিক দূরত্ব রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।
৭ এপ্রিল (মঙ্গলবার) কক্সবাজার সদরের খুরুশকুল, পিএমখালী, দরিয়ানগর, কলাতলী, সমিতিপাড়া, বিমানবন্দর সড়ক, ফিশারী ঘাট এবং নুনিয়াছড়াসহ বিভিন্ন উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া বের না হওয়ার জন্য এবং সর্বত্র সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনসাধারণকে পরামর্শ প্রদান করা হয়েছে।
মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের জামাতের বিষয়ে সরকারি নির্দেশনা অবহিত করা হয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলার প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়তেই সচেতনতামূলক এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-