ডেস্ক রিপোর্ট ◑ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং র্যাবের নতুন মহাপরিচালক হচ্ছেন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ওই সূত্রটি জানিয়েছে, বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
প্রসঙ্গত, বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হবে ১৩ এপ্রিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-