চকরিয়ায় মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে আসমাউল হুনসা (১১) ও উম্মে হাবিবা ইছমা (১৩) নামে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা দুইজন মামাতো-ফুফাতো বোন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী এলাকার মাতামুহুরী নদী পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসমাউল হুসনা ওই এলাকার শামশুল আলমের কন্যা ও লোটনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং উম্মে হাবীবা ইছমা পার্শ্ববর্তী আবদুল মোনাফের কন্যা ও হাজিয়ান দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহত কিশোরীদের নিকট আত্নীয়ের বরাত দিয়ে স্থাণীয় হাজিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসউদ রেজা চৌধূরী বলেন, স্কুলছাত্রী আসমাউল হুসনা ও তার মামাতো বোন উম্মে হাবীবা ইছমা মঙ্গলবার দুপুর দুইটার দিকে তাদের বাড়ির পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এসময় হঠাৎ আসমাউল হুসনা পানিতে তলিয়ে গেলে উম্মে হাবীবা ইছমা তাকে বঁাচানোর চেষ্ঠা করেন। এক পর্যায়ে ইছমাও পানিতে তলিয়ে গিয়ে নিখেঁাজ হয়ে যায়।

মাসউদ রেজা চৌধূরী আরও বলেন, গোসল করে দুইবোন দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খেঁাজে বাড়ির পার্শ্ববর্তী মাতামুহুরী নদী পয়েন্টে যায়। পরে স্বজনরা ও স্থাণীয় লোকজন নদীতে তল্লাসী চালিয়ে দুই কিশোরীকে উদ্ধারের পর চকরিয়া পৌর সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পর দুই কিশোরীকে দাফনের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে বলেও জানান তিনি।

আরও খবর