কর্মহীন, অসহায় মানুষের পাশে দাড়ালো সামাজিক সংগঠন ‘তরুণ আলো’

সংবাদ বিজ্ঞপ্তি ◑

কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছাড়া এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে সেচ্ছায় গৃহবন্দী দুঃস্থ, দরিদ্র, দিনমজুর ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ আলো।

মঙ্গলবার (৭ই এপ্রিল) বিকেলে পৌরসভার দক্ষিণ বাহারছাড়া ১১নং ওয়ার্ডে তরুণ আলো সংগঠনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মারগোব মোর্শেদ বলেন , করোনাভাইরাসের দানবীয় তাণ্ডবে পুরো বিশ্ব আজ লণ্ডভণ্ড। মরছে অগুণিত মানুষ। বিপর্যস্ত মানবতা। এমতাবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই নতুন সংগঠনটি এলাকার কর্মহীন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছে। করোনা ভাইরাসসহ সকল দুর্যোগে খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়ানো এখন আমাদের সকলের দায়িত্ব। তিনি সামর্থ অনুযায়ী সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় ৩০ হতদরিদ্র পরিবারের মাঝে সংগঠনের সদস্যের সামর্থনুযায়ী ৫ কেজি চাল,১ কেজি আলো, ১ কেজি পেঁয়াজ,তেল, ডাল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর