পাহাড় কেটে মাটি বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান, উখিয়ায় মাটি ভর্তি ডাম্পার আটক

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ার প্রতিটি ইউনিয়নে পাহাড় কেটে মাটি বিক্রি অব্যাহত রয়েছে। বিশেষ করে হলদিয়া পালং ইউনিয়নের গরু বাজার এলাকার কাতারী হুজুরের বাড়ির পাশে, পাগলির বিল এবং মধুঘোনা এলাকায় মাটি বিক্রির হিড়িক পড়েছে।

স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ৬ এপ্রিল সোমবার সকাল ১১টার দিকে এলাকা থেকে মাটি ভর্তি একটি ডাম্পার হাতে নাতে আটক করে থানায় নিয়ে এসেছে। আটককৃত ডাম্পার গাড়ির মালিক পাগলির বিল মাদুর ছেলে মোঃ ফয়েজ।

সূত্রে জানা গেছে হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় কতিপয় প্রভাবশালী নুরুল আবছার বাবুল সিন্ডিকেটের লোকজন দিন দুপুরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল দীর্ঘদিন থেকে। প্রশাসন অনেক অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার এবং বালি ভর্তি ট্রাক আটক করলেও তারা বন্ধ করেনি এই অপকর্ম। গত ২ বছরে অন্তত শতাধিক সু-উচ্চ পাহাড় চোখের সামনে হারিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় মেম্বার এম মনজুর আলম।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী জানান, মাটি কাটার ব্যাপারে স্থানীয় লোকজন আমাকে অনেকবার অভিযোগ করছে। আমি বিষয়গুলো প্রশাসনকে অবহিত করেছি।

মহিলা ভাইস চেয়ারম্যান বলেন, মাটি পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনগুলোর কারণে গ্রামীণ সড়কগুলো বিধ্বস্ত হয়ে যাচ্ছে। বৃষ্টি হলেই তা পিচ্ছিল হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তিনি বলেন, সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে সড়কগুলো নির্মাণ করলেও এসব কারণে সেগুলো করুণ দশায় উপনীত হয়েছে। এতে করে সৃষ্ট ধুলোবালির কারণে রাস্তা দিয়ে স্কুলে যাতায়াতকারী শিক্ষার্থী ও এলাকাবাসীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, এক শ্রেণীর লোকজন অধিক ইনকামের আশায় সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল, এমন অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে পাহাড়ের মাটি ভর্তি একটি ডাম্পার আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আরও খবর