উখিয়ায় লোক সমাগম বাড়ছে: নির্দেশনা মানছেনা এনজিওরা

শহিদুল ইসলাম, উখিয়া ◑কক্সবাজারের উখিয়ার বিভিন্ন স্হানে লোক সমাগম বেড়ে চলছে। স্হানীয় প্রশাসনের নির্দেশ মানছে না এখানকার জনসাধারণ ও এনজিও সংস্হা।

স্থানীয়রা বলছেন এভাবে লোক সমাগম হলে করুন পরিণতি ভোগ করতে হবে। সকাল থেকে সন্ধ্যায় পযর্ন্ত উখিয়া বাজারের অধিকাংশ দোকান পাট খোলা থাকে। এখানে মানুষের আড্ডা বেশি। সাধারণ পথচারীর মুখে মাস্ক নেই। পুলিশ ও সেনা বাহিনী দেখা মাত্র দোকান পাট বন্ধ করে দেন। তারা চলে যাওয়ার পর পূনরায় দোকান পাট খুলে বেচা বিক্রী করতে দেখা যায়। সিএনজি, টমটম গাড়ী চলছে সমান তালে।

স্থানীয়রা বলছেন, এ গুলোর কারনে ঝুকিতে রয়েছে উখিয়া। প্রশাসন কে আরো কঠোর হতে হবে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির গুলোতে নিয়োজিত রয়েছে শতাধিক এনজিও। এরা কারো নির্দেশনা মানছে না।

করোনা ভাইরাসের মহামারি চলছে। পুরো বিশ্ব আজ উদ্বিগ্ন। সারা বিশ্ব লক ডাউন। নিরাপদ দুরত্ব বজায় রাখতে বলছেন। প্রশাসনসহ সামরিক বাহিনী সেভাবে মাঠে কাজ করছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে উখিয়ার কোটবাজার, বালুখালী রোহিঙ্গা বাজার, সোনারপাড়া বাজার ও মরিচ্যা বাজারের কিছু সংখ্যাক দোকান পাট খোলে মালা মাল বিক্রী করছে। কোটবাজারে বাজার করতে আসা আলী আকবর বলেন এখনো পযর্ন্ত কোন সাহায্য সহযোগিতা পায়নি। ছেলে মেয়েদের জন্য কিছু তরকারি ও মাছ কিনব।

এনজিও কর্মী মোতাহার বলেন, গাড়ী ভাড়া বেশি নিচ্ছে। কেউ কারো কথা শুনে না। অপর দিকে কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি বেসরকারি বিভিন্ন এনজিওর গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করে প্রতিদিন শত শত এনজিও’র গাড়ী চলাচলের কারণে দীর্ঘ যানজট লেগে থাকতো এই সড়কে। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিল। তাদের আশংকা ছিল, রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত কারী গাড়ী ও বিদেশীদের কারণে করোনা ঝুঁকিতে রয়েছে মানুষ।

এছাড়াও এই ঝুঁকির মধ্যেও মাঠ পর্যায়ে অনেক কর্মীদের দিয়ে কাজ করাচ্ছে কিছু এনজিও সংস্থা, যারা নিজেদের ফায়দা লুটের জন্য কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু কর্মীদের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা না করেই বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে কাজ করাচ্ছে।

তাদের ব্যবহার করছেনা হ্যান্ড গ্লাভস, মাস্ক, নেই কোন প্রয়োজনীয় ব্যবস্থা। হাসপাতালে বা ক্লিনিকে বিভিন্ন রোগীর সাথে মেশার কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছেই।

আজ সকাল হতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের রেজু ব্রিজের উভয় পার্শ্বে সাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে বিজিবি।

কক্সবাজার বিজিবির সিও লে: ক: আলী হায়দার আজাদ জানান, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো: মাহবুব আলম তালুকদারে নির্দেশে গাড়ী ও জনচলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি বলেন, আরআরআরসি অফিসের অনুমোদিত গাড়ী ছাড়া আর কোন গাড়ী চলাচল করতে দেয়া হবে ন।এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নিকারুজ্জামানের মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

আরও খবর