সংবাদকর্মী আমান উল্লাহ কবিরের মায়ের ইন্তেকাল; কক্সবাজার জার্নাল পরিবারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি ◑

টেকনাফে কর্মরত সংবাদকর্মী আমান উল্লাহ কবির মা ইন্তেকাল করেছেন। কাল সকালে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে। এই সংবাদকর্মীর মায়ের মৃত্যুতে কক্সবাজার জার্নাল ডটকম পরিবারসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

৫ এপ্রিল (রবিবার) বিকাল ৫টায় টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাবেক সভাপতি, টেসাস সদস্য, দৈনিক মানব জমিন, সাঙ্গু পত্রিকার টেকনাফ প্রতিনিধি ও আলো নিউজ টুয়েন্টি ফোর ডটকমের নির্বাহী সম্পাদক আমান উল্লাহ কবির এর মা, মরহুম মাওলানা কবির আহমদের সহধর্মিনী রাবেয়া খাতুন (৬৭) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ছেলে, মেয়ে নাতি, নাতনীসহ আত্বীয়-স্বজন রেখে গেছেন। আগামী কাল সোমবার সকাল ১০টায় দমদমিয়াস্থ মসজিদ মাঠে মরহুমের জনাযা অনুষ্ঠিত হবে।

সংবাদকর্মী আমান উল্লাহর মায়ের মৃত্যুতে কক্সবাজার জার্নাল ডটকম পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের  উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী,সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু, ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।

আরও খবর