অস্বচ্ছল সাংবাদিকদের পাশে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক ◑

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় অস্বচ্ছল সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে তরুণ সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। প্রায় ৩০ জন সদস্যকে প্রায় এক মাসের খাদ্য সামগ্রী দিয়েছে তারা।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় কর্মীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সভাপতি এইচ এম নজরুল ইসলাম।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল ২০ কেজি, তেল ২ কেজি, চোলা তিন কেজি, চিনি দুই কেজি, চিড়া এক কেজি, পেয়াজ দুই কেজি, লবণ এক কেজি, ডাল দেড় কেজি, আটা এক কেজি, ময়দা এক কেজি, লাইভ বয় এক পিসসহ প্রায় রমজানের এক মাসের খাদ্য সামগ্রী।

এবিষয়ে জানতে চাইলে সভাপতি এইচ এম নজরুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংকটে আমাদের অনেক সহর্কমী বিপদে পড়েছে। তাই এসব সহকর্মীর পাশে দাঁড়িয়েছি। প্রায় এক মাসের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। যা রমজানে প্রয়োজনীয় কাজে আসবে।

প্রসঙ্গত যে, করোনা সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত সংগঠনের সদস্য ছাড়াও প্রায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত অস্বচ্ছল ৫৭ খাদ্য সামগ্রী দেয়া হয়।

আরও খবর