অনলাইন ডেস্ক ◑
করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হলো। নতুন করে দেশে ১৯জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (৫ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নতুন করে দেশে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ জন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি আমাদের সমালোচনা করছে আমরা নাকি কোন কাজ করছি না। বিএনপিকে বলব আপনারা কি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা তো দেখিনি। আপনাররা এগিয়ে আসেন মানুষের সাহায্যে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে করোনাভাইরাস শনাক্ত শুরু হওয়ার পর এক দিনে শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা আজই সর্বোচ্চ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-