সাংবাদিক গফুর মিয়া চৌধুরীর ফেসবুক টাইমলাইন থেকে…
সকাল ১০ টায় উখিয়া ষ্টেশনে প্রধান সড়কে আজ ৫ এপ্রিল গাড়ির বহর। এসব কার গাড়ী। কাদের হরেক রকম গাড়ী। এসব গাড়ির মালীক কে? কারা চালায়? কেনই বা চালায়? আসলে এই হাজার হাজার নামি দামী গাড়ি বহর নিশ্চয় দেশের কোন মাননীয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্র প্রধানের পেছনে বা আগে প্রটোকল ম্যান্টের উদ্দশ্যে যাচ্ছে না।
তাহলে কেন? কি হীন উদ্দেশ্যে গাড়ি গুলো প্রতিনিয়ত চলছে। সবাই অবগত রয়েছেন দেশে মহামারি চলছে। জাতি উদ্বিগ্ন। সারা বিশ্ববাসী অবরুদ্ধ অবস্হায় দিন কাটাচ্ছে। সারা বিশ্ব লক ডাউন। বাংলাদেশের সুযোগ্য সুদক্ষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে ঘরে থাকার আহবান জানিয়েছেন। একই সাথে করোনা ভাইরাস থেকে সবাই সর্তক ও সাবধানে থাকার জন্য নিদের্শনা জারি করেছেন। সবাইকে ঘরে থাকতে বলছেন। নিরাপদ দুরত্ব বজায় রাখতে বলছেন। প্রশাসনসহ সামরিক বাহিনী সেভাবে মাঠে কাজ করছেন।
এখন জনগণের প্রশ্ন হলো,এদেশে কক্সবাজারে উখিয়া – টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে প্রধান সড়ক দিয়ে হাজার হাজার এনজিও’র গাড়ি চলাচল করতে পারে কোন প্রশাসন ও কোন অদৃশ্য শক্তির ইশারায়! জনগণের কথা হলো, এক দেশে আইন সবার জন্য সমান নয় না কি? নাকি এনজিদের জন্য বাংলাদেশে আলাদা আইন? আর এসব এনজিও’তে কর্মরত চাকুরীজীবিরা কি লক ডাউনের আওতায় পড়ে না।
তাহলে কি এনজিও,র গাড়ি ও এনজিও’র কর্মর্কতারা দেশে যে করোনা ভাইরাস চলছে, তা থেকে তারা সম্পুর্ণ মুক্ত বা নিরাপদ? যদি তা না হয় এনজিও’র হাজার হাজার গাড়ি কার নির্দেশে চলছে। তাদের জন্য কি আলাদা সরকার বা আলাদা প্রশাসন আছে কি? থাকলে জাতি জানতে চায়?
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-