রাজু দাশ, চকরিয়া ◑
করোনা ভাইরাস প্রতিরোধে চকরিয়ায় থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হলেও। পৌর শহরের হাইয়েস ও নোহা (মাইক্রোবাস) চালকরা সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রীদের জিম্মি করে ৪শ’ টাকা ভাড়া আদায় পরিবহন বাণিজ্য করতেছে মালিক সমিতি।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পুরাতন বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ বক্সরের পার্শ্ববর্তী জনসমাগম করে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্য ভীড় জমায়েত করেন যাত্রীরা।
বাসস্ট্যান্ডের এক যাত্রী সাথে কথা বলে জানান, আমরা করোনা ঝুঁকির মধ্যে আছি। সড়ক পথে পণ্যেবাহী ট্রাক ও জরুরি এ্যাম্বুলেন্স ছাড়া সব যান চলাচল বন্ধ। সেজন্য ঝুঁকি নিয়ে একটা কাজে চট্টগ্রামে উদ্দেশ্য যাচ্ছি।
তিনি আরো বলেন, দেশের চরম দূর্যোগে চলছে আগে চকরিয়া থেকে চট্টগ্রামের ভাড়া নেওয়া হতো ১শ টাকা আর এই সময় প্রতিজন ভাড়া নিচ্ছেন ৪শ টাকা গলাকাটা পরিবহন বাণিজ্য করতেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-