হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে করোনায় লকডাউনে থাকা ঘরবন্দি ৩শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

আজ সকাল দশটার দিকে ইনানী মঈনুল ইসলাম মাদ্রাসায় তিনশ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন সাবেক এই চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, সারা বিশ্বে মহামারী আকারে করোনা আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আল্লাহর রহমতে বাংলাদেশে এখনো মহামারী আকারে ধারণ করতে পারেনি করোনা ভাইরাস
একমাত্র আপনার-আমার সচেতনতার কারণে এইজন্য আমরা এখনো সুস্থ আছি।

ওই সময় তিনি বিভিন্ন ওয়ার্ডের তিনশ নারী-পুরুষ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

জালিয়াপালং ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বলেন, তিনি আমি সব সময় আপনাদের সুখে-দুখে পাশে ছিলাম এখনো পাশে আছি থাকব ইনশাআল্লাহ। আমার ইউনিয়নের হতদরিদ্র মানুষ যদি খাবার সংকটে পড়ে প্রয়োজনে আমাকে জানাবেন আমার যতক্ষণ আছে ততক্ষণ আমার প্রিয় ইউনিয়ন বাসিকে দিয়ে যাব।

আরও খবর