বিশেষ প্রতিবেদক ◑
কক্সবাজারের উখিয়ায় লকডাউনকালীন কোটবাজারে দোকান চুরির ঘটনা আড়াল করতে সিসি ক্যামেরার দোকানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৫টার দিকে পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে এমনটি দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
জানা গেছে, উখিয়ার ব্যস্ততম কোটবাজার স্টেশনে সুধীর মার্কেটে ইতোপূর্বে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটে। ওই সময় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত হয়েছিল। এদিকে আজ ভোরেও দুটি ব্যাটারী ও নগদ ১২ হাজার টাকা চুরি হয় বলে জানিয়েছে টমটম পার্টস ব্যবসায়ী কামাল উদ্দিন। তিনি আরও জানান কিছুদিন আগেও মোটর কন্ট্রোল বক্স চুরি হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ধারণা জালিয়াপালং জুম্মাপাড়া এলাকার ওসমান, কামাল হোসেন, কোলাল পাড়ার এলাকার শামশুল আলম ও হলয়িাপালং ক্লাশপাড়া এলাকার ভিসিআর কবিরের ছেলে কামাল এ ঘটনা ঘটাতে পারে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ উত্তম জানায়, আমার প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতায় থাকার কারণে ইতিপূর্বে মার্কেটে অন্যান্য দোকানে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটলেও ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত হয়। হয়ত: চিহ্নিত চোরেরা ক্ষুদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলেও তিনি জানান। চুরির ও অগ্নিকান্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। খবর পেয়ে উখিয়া থানার উপ-পরিদর্শক আলীমুর রাজি ঘটনাস্থল পরিদর্শনের কথা্ও জানায়।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ধরণের খবর এখনো পায়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-