টেকনাফ প্রতিনিধি ◑
টেকনাফের নাইট্যং পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বিভিন্ন পয়েন্টে লাগা আগুনে ২০/২৫ একর পাহাড়ি ভূমির গাছ-গাছালি পুড়ে ছাঁই হয়ে গেছে।
জানা যায়, ৩১ মার্চ (মঙ্গলবার) দুপুরে উপজেলার নাইট্যং পাড়া সংলগ্ন পাহাড়ে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা বাতাসের কারণে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
এই খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের লোকজনের অক্লান্ত পরিশ্রমের ফলে রাত সাড়ে ৯টারদিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো কেউ জানতে পারেননি তবে ধারনা করছেন প্রাকৃতিকভাবে হয়ত আগুন লেগে থাকতে পারে।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, আগুনের খবর পেয়ে বনকর্মী ও বন পাহারা দলের ৭০-৮০ জন সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের দল আগুন নেভাতে চেষ্টা চালায়। এই অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে না পারলেও আনুমানিক ২০/২৫ একর পাহাড় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ ফায়ার সার্ভিস কর্মকর্তা মুকুল কান্তি দাশ জানান, পাহাড়ের প্রায় ২০ একর জায়গা জুড়ে আগুন লাগে।
এদিকে এই পাহাড়ের ৯টি পয়েন্টে একযোগে আগুনের সুত্রপাত হওয়ায় এই অগ্নিকান্ড রহস্যজনক বলেও ধারণা করছেন অনেকে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-