বিশেষ প্রতিবেদক : কক্সবাজারেও আগামী দুই-এক দিনের মধ্যে শুরু হবে করোনাভাইরাসের পরীক্ষা। কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজের ল্যাবে ইতিমধ্যে করোনা ভাইরাস পরীক্ষার যাবতীয় কাজ শেষ করা হয়েছে।
কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া জানিয়েছেন, ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনষ্টিটিউট (আইইডিসিআর) থেকে টেকনেশিয়ান টিম এসেই ল্যাবের কাজ করছে। এই টিমের লোকজন কক্সবাজার স্বাস্থ্য বিভাগের আরো কর্মীদের বর্তমানে প্রশিক্ষণ দিচ্ছে যাতে করে স্থানীয় স্বাস্থ্যকর্মীরাই পরীক্ষা চালিয়ে নিতে পারেন।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আরো জানান, গতকাল মঙ্গলবারই ঢাকা থেকে ভাইরাস পরীক্ষার কিট কক্সবাজারে এসে পৌঁছানোর কথা আছে। কিন্ত সন্ধ্যায় এ প্রতিবেদন লেখাকালীন সময়েও তা এসে পৌঁছেনি। কীট এসে পৌঁছালেই কক্সবাজার মেডিকের কলেজের ল্যাবে পরীক্ষার কাজও শুরু হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-