কক্সবাজারের জন্য প্রধানমন্ত্রীর নিদের্শনা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের চলমান কার্যক্রমের সমন্বয় করতে দেশের ৬৪ জেলার  জেলা কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী কক্সবাজারের জেলা প্রশাসকের নিকট করোনা ভাইরাস পরিস্থিতিতে জেলার সার্বিক অবস্থা জানতে সানুগ্রহ ইচ্ছা পোষণ করলে জেলা প্রশাসক মো: কামাল হোসেন করোনা সংকটে জেলার সার্বিক অবস্থা তুলে ধরেন।

পরে প্রধানমন্ত্রীর সানুগ্রহে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান মতবিনিময় করেন।

এ সময় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,সেনাবাহিনীর কর্মকর্তা,পদস্থ সরকারি কর্কর্তাসহ জেলা পর‌্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নিরাপদ দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।

আরও খবর