নিজস্ব প্রতিবেদক ◑
করোনা মহামারিতে বিশ্বজুড়ে যখন স্থবির পরিবেশ চলছে আর কেটে খাওয়া সাধারণ মানুষের অায় রোজগার সেখানে সাময়িক বন্ধ রয়েছে।
তেমনিভাবে দিনমজুরদের নেই কোন বিকল্প পাথেয় যেটা দিয়ে পরিবারের নুন্যতম সংসারের যোগান দিবে। ফলে তাদের দুশ্চিন্তার কোন অন্ত নেই।
এই সময়ে মানবিক ভাবনা ও চিন্তায় দেশের চলমান করোনা মহামারির কঠিন সময়ে তরুণ ব্যক্তি আনোয়ার হোসেন তার প্রানপ্রিয় খুরুশকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৃহত্তর মেহেদী পাড়া, ল-মাঝি পাড়া, কোনার পাড়া এর দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক ও প্রতিবন্ধী অনাহারে দিনাতিপাত করছেন বিধায় আনোয়ার হোসেন তার নিজের উদ্যোগে ৩০ মার্চ সোমবার রাত ৯টা থেকে সাড়ে ১২ টা পযর্ন্ত ২০০শ’ ঘরে ঘরে অনুমান খাবার চাল, ডাল, আলু,লবন, সাবান, তৈল পৌঁছে দিয়েছে। বিতরণের সময় তাকে স্বেচ্ছায় সহযোগিতা করছেন তার বন্ধু ও ছোট ভাইয়েরা।
আনোয়ার হোসেন বলেন, তিনি সম্পূর্ণ মানবিক চিন্তায় নিজের স্বামর্থ অনুযায়ী এলাকার কর্মহীন কেটে খাওয়া মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। এভাবেই প্রত্যেক এলাকার বিত্তবানদের মানব সেবায় এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছেন তিনি।
তিনি আরো বলেন, এলাকায় যারা বিত্তবান তারা নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালে অন্তত দেশের ক্রান্তিকাল সময়ে হতদরিদ্র মানুষের কিছুটা স্বস্তি আসবে।
এসব ত্রাণ পেয়ে এলাকার কেটে খাওয়া দিনমজুররা বলেন আমরা খুবিই আনন্দিত কারণ যেখানে বিত্তবানেরা আমাদের খোঁজ নিতে ভূলে যাচ্ছে সেখানে এমন মানবিক মানুষের হাত বাড়িয়ে দেয়া আসলেই আমাদের জন্য স্বস্তিদায়ক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-