কর্মহীন মানুষের পাশে পৌর প্যানেল মেয়র সাংবাদিক আবদুল্লাহ মনির


নিজস্ব প্রতিনিধি,টেকনাফ ◑
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্মহীন মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র ও সাংবাদিক আব্দুল্লাহ মনির।

তিনি ‍গতকাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরীব, শ্রমজীবি অসহায় নারী পুরুষদের সরকারের বিশেষ বরাদ্দের চাউল ও নিজ তহবিল থেকে নগদ টাকা বিতরণ করেন।

করোনায় কর্মহীন মানুষের মাঝে চাউল ও নগদ টাকা বিতরণ কালে সাংবাদিক ও প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস নামে এক মহামারি রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে । এ রোগ থেকে আমাদের বাঁচতে হলে স্বাস্থ্য বিধি অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সরকারের নির্দেশনা প্রতিপালন করতে হবে। সবাইকে ঘরে অবস্থান করতে হবে। কোনভাবে নির্দেশনা অমান্য বা অবহেলা করবেন না।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা মেনে আপনাদের যদি আরো দীর্ঘ সময় কর্মহীন থাকতে হয় তাহলে সরকার আপনাদের পাশে থাকবে সবসময়।

আরও খবর