চট্টগ্রাম ◑ চট্টগ্রামের চন্দনাইশ থানার পশ্চিম বাইনজুরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কই মাছ আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার হাজী বাড়ির প্রতিবেশীর পুকুরে মাছ ধরার সময় তৌফিক মোহাম্মদ ওসমানী (৫১) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। ওসমানী উপজেলার পশ্চিম বাইনজুরীর হাজী বাড়ির মৃত ওসমান গনির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হাজী বাড়ির প্রতিবেশীর পুকুরে মাছ ধরতে যান মোহাম্মদ ওসমানী। এ সময় একটা কৈ মাছ মুখে নিয়ে আর একটা মাছ ধরার জন্য ডুব দিলে মুখের মাছটি তার গলায় আটকে যায়। পরবর্তীতে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, গলায় মাছ আটকে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন এমন একজন রোগীকে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইসাথে নিহতের লাশ তাহার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-