সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
‘করোনা ভাইরাস’ এর ঝুঁকি এড়াতে সারাদেশের ন্যায় কক্সবাজারেও লকডাউন রয়েছে। সচেতনতায় কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য প্রতিনিয়েতই প্রচারণা করে যাচ্ছে।
কিন্তু অসহায় কর্মহীন মানুষের অবস্থা কি হবে। এই কথা চিন্তা করে কক্সবাজার জেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারীর একদিনের বেতন জেলা ত্রাণ তহবিলে দান করেছেন। এভাবেই জেলার সকল বিভাগকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
৩০ মার্চ (সোমবার) ডিসি কক্সবাজার পেইজে পোষ্টটি দেয়ায় এই তথ্য পাওয়া যায়।
পোষ্টটি হুবুহু তুলে ধরা হলো, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারীর ০১ দিনের বেতন জেলা ত্রাণ তহবিলে দান করেছি। জেলার সকল বিভাগকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-