মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলায় এ পর্যন্ত মোট ৫৫৩ জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছিলো। তারমধ্যে ১৯৮ জনের কোয়ারান্টাইন পিরিয়ড শেষ হওয়ায় তাদেরকে হোম কোয়ারান্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
৫৫৩ জনের মধ্যে বাকীরা সবাই এখনো হোম কোয়ারান্টাইনে রয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ১৯৮ জনের মধ্যে করো শরীরে করোনা ভাইরাস জীবাণুর লক্ষণ দেখা না দেওয়ায় তাদেরকে হোম কোয়ারান্টাইন পিরিয়ড শেষে মুক্ত করা হয়েছে। তারা সকলে বিদেশ ফেরত ছিলো। এছাড়া ৪ জন নাগরিক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছে। তাদের মধ্যে ২ জন কুতুবদিয়া উপজেলায় ও বাকি ২ জন জেলার অন্যান্য স্থানে রয়েছে।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান আরো বলেন, জেলার হাসপাতাল গুলোর চিকিৎসক, নার্স, কর্মচারী, ক্লিনার, আায়া সহ স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের জন্য যথেষ্ট পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট), সার্জিকেল মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ অন্যান্য করোনা ভাইরাস চিকিৎসা সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এসবের কোন সংকট নেই বলে জানান সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-