এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন ও ওই বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণের লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ মার্চ) দুপরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন উপজেলার খুটাখালী ইউনিয়নস্থ ওই করোনা রোগীর বাড়িতে গিয়ে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ওই বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণের ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া উপজেলার ফঁাসিয়াখালী ও খুটাখালীতে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি, করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন। এ সময় তিনি সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৭টি চা ও সিগারেটের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব দোকানদারদের কাছ থেকে জরিমানা আদায় করেন।
এদিকে চকরিয়া পৌর সদরের চিরিংগায় রবি কোম্পানীর অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন। এ সময় রবি অফিসে লোক সমাগম না করার জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে সতর্ক করা হয়। অপরদিকে বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় সোনাইছড়ি খালে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পৃথক অভিযানে সেনা সদস্যগন ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা এক নারীর শরীরে করোনা ভাইরাস ধরা পরার পর ওই বাড়িটি লকডাউন করে দেয়া হয়। এছাড়া ওই বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণের ব্যাপারেও মনিটরিং করা হয়। তিনি আরও বলেন, ফঁাসিয়াখালী ও খুটাখালী বাজারে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৭টি চা ও সিগারেটের দোকানের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এছাড়া বরইতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি খালে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সময় ঘাতক মরণব্যাধী করোনা ভাইরাস থেকে রেহাই পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখা এবং বিনা কারনে বাড়ির বাইরে না আসার জন্য সর্বস্থরের জনসাধারণকে পরামর্শ ও নির্দেশনা দেয়া হয় বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-