সেই এসিল্যান্ডকে ধর্ষণের হুমকি দিয়ে ব্যাংকার আটক

ডেস্ক রিপোর্ট ◑ যশোরের মনিরামপুর উপজেলার আলোচিত এসিল্যান্ড (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে জাফর আহমেদ নামে ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি উত্তর বিভাগের একটি টিম তাকে আটক করে।

ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাজাহান সাজু জানান, ফেসবুকে এসিল্যান্ড সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকিসহ অশ্লীল বক্তব্য প্রচারের অভিযোগে বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা জাফরকে আটক করা হয়েছে।

তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে দুই বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে যশোরের মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি দেওয়ার কথাও বলেছেন জনপ্রশাসন সচিব।

এরপরও বিসিএস ৩৪ ব্যাচের ওই নারী কর্মকর্তাকে নিয়ে এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা থেমে নেই। সবকিছুকে ছাপিয়ে ওই নারী কর্মকর্তাকে রীতিমতো ধর্ষণের হুমকি দিয়েছেন বেসরকারি একটি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার জাফর।

আরও খবর