টেকনাফ থেকে খুলনায় পাচার: এই দম্পতির পেটে মিললো ১০৫০ ইয়াবা

অনলাইন ডেস্ক ◑  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক দম্পতির পেট থেকে ১০৫০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ফরিদপুরের অ্যাডিশনাল এসপি গাজী রবিউল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আজিমনগর ইউপির মিরাজ শেখ ও তার স্ত্রী জাকিয়া সুলতানাকে আটক করা হয়। সকালে তাদের আল্ট্রাসনোগ্রাম করে পেটে ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, টেকনাফ হতে ওই দম্পতি পেটে ইয়াবা নিয়ে খুলনায় যাচ্ছিলেন। রাতে একটি বাড়িতে আশ্রয় নিলে পুলিশ তাদের আটক করে।

মিরাজ পিরোজপুর জেলার পশ্চিম ডুমুরতলা গ্রামের আবু আল শেখের ছেলে। আর জাকিয়া ঢাকার ধামরাইয়ের দেলোয়ার হোসেনের মেয়ে।

গাজী রবিউল ইসলাম আরো জানান, ওই দম্পতি পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এ ঘটনায় মিঠুন মুন্সিসহ ওই দম্পতির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।

আরও খবর