করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অর্থ সংস্থানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক জার্মান মন্ত্রী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের পাশ থেকে শেফারের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। গোটা শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে চেনা যাচ্ছিলো না। মনে করা হচ্ছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মহত্যা করেছেন।।
করোনা পরিস্থিতি নিয়ে নিদারুণ উদ্বেগ ও জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার হতাশা থেকেই থমাস শেফার নামে ওই মন্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন। বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুট এ প্রদেশেই অবস্থিত।
জার্মান দৈনিক ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জাইটংয়ের এক প্রতিবেদনে এ ঘটনা তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মন্ত্রী একটি সুইসাইড নোট রেখে গেছেন। সেখানে তিনি তার আত্মহত্যার কারণ বলেছেন।
হেসে প্রদেশের স্থানীয় পত্রিকাগুলোর প্রতিবেদন দেখে বুঝা যায়, সাম্প্রতিক সময়ের তিনি ঘন ঘন সমসমক্ষে আসছিলেন। মূলত করোনাভাইরাস সঙ্কটের এই মুহূর্তে সরকারের আর্থিক সহযোগিতা সম্পর্কে জনগণকে অবহিত করতেই তিনি ঘন ঘন কথা বলতেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-