সামাজিক দূরত্ব বজায় রাখতে উখিয়ায় ব্যতিক্রমী উদ্যোগ

ইমরান আল মাহমুদ, উখিয়া ◑

করোনা মোকাবেলায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সরকারের বিভিন্ন নির্দেশনা জারির ফলে বাড়ছে সচেতনতা।সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মুদির দোকানে বেচা-কেনার কাজ।

ফলে বাড়ছে সচেতনতা।উখিয়া উপজেলার রুমখাঁ মনি মার্কেটে এক মুদির দোকানে এমনটিই লক্ষ্য করা গেছে।

সোমবার সকালে সরেজমিন দেখা যায়, দেশে জরুরী অবস্থা জারির ফলে জনসচেতনতা সৃষ্টিতে মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।

প্রথমদিকে গ্রামাঞ্চলে তেমন সচেতনতার ছোঁয়া না লাগলেও সেনা টহল জোরদার ও পুলিশের সক্রিয় ভূমিকার ফলে সচেতন হতে শুরু করেছে গ্রামাঞ্চলের লোকজন। এমনকি মুদির দোকানেও বেচা-কেনার কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পাদিত হচ্ছে।

স্থানীয় মুদির দোকান দরবেশ স্টোরের মালিক দরবেশ আলি জানান, আমরা সরকারি নির্দেশে ভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা-কেনা সম্পন্ন করতেছি।

সরকারি নির্দেশনা যতদিন বলবৎ থাকবে ততদিন সচেতনতামূলক কার্যক্রম হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে বেচা-কেনার কাজ সম্পাদিত করবে বলে জানান।

আরও খবর