দক্ষিণ মিঠাছড়িতে কাঁচাবাজারসহ ১০ দোকান পুড়ে ছাই

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠির মাথা নতুন বাজারে স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঁচাবাজারসহ ১০টি দোকান পুড়ে ছাই গেছে।
২৯ মার্চ ভোর ৫টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পায়ই ২০ লাখ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে। সর্বস্ব হারিয়ে এখন চোখেমুখে অন্ধকার দেখছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

দুর্ঘটনার শিকার ব্যবসায়ীরা জানান, আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার কাঠির মাথা স্টেশনের বাজারে হঠাৎ একটি দোকানে গ্যাসের ট্যাংকি থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং তাঁরা দ্রুত দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়র পরিষদের চেয়ারম্যানকে মো. ইউনুছ ভুট্টোকে অবগত করেন। সাথে সাথেই চেয়ারম্যান ইউনুছ ভুট্টো কক্সবাজার ও রামু ফায়ার সার্ভিস অফিসে খবর দেন।

পরে কক্সবাজার ও রামু থেকে ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহযোগীতায় সম্পূর্ণ অাগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাঁচাবাজারসহ মোট ১০টি দোকান পুড়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা।

স্থানীয় জানান, ফায়ার সার্ভিসা আসার আগেই দোকানগুলো পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কাজ করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃইউনুছ ভূট্টো।

কক্সবাজার ফায়ার সার্ভিস অফিস সুত্রে জানায়, ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত কক্সবাজার ফায়ার সার্ভিস ও রামুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এখন ঘটনাস্থল পরিদর্শনে আসছেন কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। কথাটি নিশ্চিত করেছেন চেয়ারম্যান ইউনুছ ভুট্টো।

আরও খবর