জসীম উদ্দীন ◑
করোনাভাইরাস কোভিড ১৯ সংক্রমণ রোধে সারাদেশে এক প্রকার অঘোষিত লকডাউন চলছে। এসময় পুলিশ সদস্যরা পথচারীদের তাড়াতে গিয়ে লাঠিপেটার অভিযোগে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় বয়ছে।
ঠিক সে সময়ে পথচারীদের হাতে ফুল দিয়ে বাড়ি ফেরার অনুরোধ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার ২৮ মার্চ কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও বাজার ও বাস স্টেশনে এধরনের দৃশ্য দেখাগেছে। সেনাবাহিনীর এমন উদ্যোগকে সম্মান জানিয়ে ঘরে ফিরেছেন পথচারীরাও।
এসময় পেটের দায়ে ঈদগাঁও বাস স্টেশনে রিক্সা নিয়ে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান।তিনি বলেন,সেনাবাহিনীর এক সদস্য আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার হাত পা কাঁপছিল। কিন্তু সেনা সদস্য আমাকে হাতে ফুল দিয়ে সাহস যোগিয়ে বললেন চাচা,ভয় নেই। যদি সম্ভব হয় বাড়ি থেকে একটু কম বের হবেন।
রিক্সাচালক মনিরুজ্জামান বলেন,গরিবের প্রতি সেনাবাহিনীর এমন ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে আসে।আমি সেনাদের সম্মান জানাতে সঙ্গে সঙ্গে রিক্সা নিয়ে বাড়ি ফিরে আসি। অনেকেই তার মত বাড়ি ফিরে গেছে বলে জানান তিনি।
আলা উদ্দীন নামে আরেক পথচারী বলেন, ঈদগাঁও বাস স্টেশনে সেনাবাহিনীর গাড়ি দেখে আমি দৌড়ে পালানোর প্রস্তুুতি নিচ্ছিলাম। এমন সময় এহাসান নামের এক সেনাসদস্য গাড়ি থেকে নেমে পথচারীদের ফুল দিতে দেখে আমি তার দিকে এগিয়ে গেলে আমার হাতেও ফুল ধরিয়ে দেন তিনি।
আলাউদ্দিন বলেন, পথচারীদের সবার হাতে ফুল দিয়ে সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে অবগত করছেন। একই সঙ্গে বিনা কারনে বাজারে ঘুরাঘুরি না করে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানাচ্ছে সেনা সদস্যরা।
বাংলাদেশ সেনাবাহিনীর পথচারীদের ফুল দেয়ার ছবি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফেইসবুক ব্যবহারকারিদের অনেকই সেনাবাহিনীকে স্যালুট জানিয়ে-পুলিশকেও লাঠিপেটা না করে একই পথ অনুসরণ করার অনুরোধ জানাচ্ছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-