বিশেষ প্রতিবেদক ◑
বিয়ের জন্য কমিউনিটি সেন্টার, বর যাত্রা, কনে আর বর এর জামা কাপড় ও হলুদের সব আয়োজন করা হয়েছিলো। দাওয়াত দেয়া হয়েছিলো অতিথিদের।
গত ২৭মার্চ উখিয়ার পালং গার্ডেনে অনুষ্ঠিত হতো উখিয়ার কুতুপালং এর ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ও উম্মে সালমা দম্পতির বিয়ে। করোনা সংক্রামনের কারণে স্থগিত হয়েছে বিয়ের সব আনুষ্ঠানিকতা। তাই বিয়ের আনুষ্ঠানিকতার টাকা করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কাছে দান করেছে এই নতুন যুগল।
হেলাল ও সালমা দম্পতি জানিয়েছে, পারিবারিক ভাবে গতকাল নিজে বাসায় বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের অভিভাবকরা কাজী ও হুজুর দিয়ে অনাড়ম্বর ভাবে বিয়ে পড়ানো হয়। কোন অতিথি আমন্ত্রন করা হয়নি, ছিলোনা কোন আয়োজন। বিয়ের খরচের সব টাকা নিয়ে এখন অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি। ইতিমধ্যে ৫০ হাজার টাকা কক্সবাজারের দুটি করোনা সহায়তা তহবিলে প্রদান করেছি। পর্যায়ক্রমে আরো অসহায় মানুষের পাশে দাড়াতে চাই।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-