টেকনাফে পুলিশের গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ মুসা নিহত

  • অস্ত্র,গুলি,ইয়াবা উদ্ধার
ফাইল ছবি

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মুসা আকবর নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ২৮ মার্চ (শনিবার) গভীর রাত দেড়টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন তুলাতলি এলাকায় মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযানে গেলে মাদক কারবারে জড়িত অপরাধীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি বর্ষন করে এতে পুলিশের তিন সদস্য আহত হয়।

এরপর পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত ব্যাক্তি হচ্ছে,হোয়াইক্যং ইউনিয়ন তুলাতলী এলাকার আবুল বশরের পুত্র মুসা আকবর(৩৬)।

আহত পুলিশ সদস্যরা হচ্ছে, এএসআই আরিফ হোসেন, কনস্টেবল এডিসন চাকমা, কনস্টেবল রুমন।

এদিকে ঘটনাস্থল তল্লাশী করে ৬ হাজার ইয়াবা, দেশীয় তৈরী ১টি অস্ত্র,৩ রাউন্ড কার্তুজ,৬ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাস কক্সবাজার জার্নালকে বলেন, মাদক কারবারে জড়িত অনেক অপরাধী তাদের অবৈধ ব্যবসা অব্যাহত রাখার জন্য সক্রিয় রয়েছে। সেই সমস্ত মাদক কারবারীদের নির্মুল করতে পুলিশের মাদক বিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে।

আরও খবর