কনক বড়ুয়া, উখিয়া ◑
মহামারী করোনার প্রভাব থেকে বাঁঁচাতে উখিয়া উপজেলার ৩নং হলদিয়া পালংয়ের হাটবাজার লকডাউন করা হয়েছে।
বহিরাগত লোকজনের হাটাচলাতে কড়াকড়ি করা হচ্ছে।
জনস্বার্থে উখিয়া সদরের মরিচ্যা বাজার, ৫নং ওয়ার্ডের পাতাবাড়ি বাজার, ৬নং ওয়ার্ডের মৌলভী বাজারসহ সকল স্থানে জনসমাগমরোধ করতে প্রতিটি বাজারের ঔষধ (ফার্মেসী), মুদি ও কাচা বাজার ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান।
স্থানীয়রা জানিয়েছে, হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম নিজের সুখ-আনন্দ ও বিলাসিতা বন্ধ রেখে নিরলস কাজ করছেন। সেনাবাহিনীর পাশাপাশি নিজেই ইউনিয়নের বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন।
এছাড়া সদ্য প্রবাস ফেরত লোকদের বাড়ী বাড়ী গিয়ে ঘরে থাকতে অনুরোধ করছেন চেয়ারম্যান।
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনপ্রতিনিধি সরওয়ার কামাল বাদশা বলেন, দেশের এমন পরিস্থিতিতে ইউনিয়নের সাধারণ মানুষের কথা চিন্তা করে ঘরে বসে থাকা যায় না। তাই পাতাবাড়ি বাজার নিজেই নেমে পড়েছি মানুষকে সচেতন করতে। জনসমাগম থেকে বিরত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
৬নং ওয়ার্ডের শামশুল আলম বলেন, বর্তমান পরিস্থিতির মোকাবেলা করতে নিজে ঝুঁকি নিয়ে এলাকার প্রতিটি বাজারে ও বাড়ী বাড়ী গিয়ে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরনের কাজ করে যাচ্ছি। এতে গ্রামবাসী ভালো থাকলেই আমার স্বার্থকতা বলে মনে করি। উপজেলা প্রশাসনের নির্দেশে ৬নং ওয়ার্ডের মৌলবীপাড়া স্টেশন লকডাউন ঘোষনা করেছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-