থমকে গেছে চকরিয়াঃ জনসমাগম এড়াতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত, টহলে আছে সেনাবাহিনী

রাজু দাশ, চকরিয়া ◑

করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে কক্সবাজার চকরিয়ায় রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করতেছে পুলিশ ও সেনাবাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় থাকতে দেওয়া হবে না কাউকে।

শুক্রবার (২৭ মার্চ) চকরিয়া পৌরশহরে কয়েকটি স্টেশনে ঘুড়ে দেখা যায়, দোকানপাট সব বন্ধ, রাস্তা ঘাটে সব টমটম, অটোরিকশা দূরপাল্লার বাস ও শহরজুড়ে যেনে শূন্য।
তবে করোনা ভাইরাস প্রতিরোধ সতর্কতায় নির্দেশনা দেওয়া হলেও চিরিংগা কাঁচা বাজারে দুরুত্ব বজায় না রেখে মানুষ জনের ভীড় দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিপনি দোকান পাট সব বন্ধ অযথা বাহিরে ঘুরাফেরা করতেছে। সরকারি ভাবে ঘোষণা দিয়েছেন সবাইকে বাড়িতে অবস্থান নেওয়ার জন্য। গণজমায়েত না হয় একজনের থেকে ভাইরাস অন্যজনের কাছে না ছড়ায় সবাইকে তার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠে নেমেছি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকতা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, চকরিয়া জনগনের নিত্যপ্রয়োজন দোকান ছাড়া সকল দোকান পাট বন্ধ করে দেয়া হয়েছে।

রাস্তায় টহল নয়, বরং বিভিন্ন এলাকায় গিয়ে বিষয়টি নিশ্চিত করছেন মোবাইল টিম ও থানা পুলিশ এবং সেনা বাহিনী মাঠে রয়েছে। এবং সকলকে বাড়ির ভেতরে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

আরও খবর