সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
করোনা ভাইরাস থেকে বাঁচার রক্ষার্থে সচেতনতায় ওষুধ ও মুদির দোকানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে গোলমার্ক চিহ্ন প্রদানের নির্দেশ দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
২৭ মার্চ (শুক্রবার) কক্সবাজার শহরের বিভিন্ন ওষুধ ও মুদির দোকানের ব্যবসায়ীকে এই নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসক মো. কামাল হোসেনের এক বিজ্ঞপ্তিতে জানান, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের স্বার্থে সকল ব্যবসায়ী ও সংস্থা কর্তৃক এরূপ ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছেন।
ডিসি কক্সবাজার এর ফেসবুক পেইজে দেয়া পোষ্ট হুবুহু তুলে ধরা হলো, কক্সবাজার শহরের বিভিন্ন ওষুধ ও মুদি দোকানে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য গোলমার্ক চিহ্ন প্রদান করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের স্বার্থে সকল ব্যবসায়ী ও সংস্থা কর্তৃক এরূপ ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-