ইমাম খাইর ◑
কক্সবাজারে সনাক্ত হওয়া প্রথম করোনা রোগির চিকিৎসা করে হোম কোয়ারেন্টাইনে থাকা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইউনুছ, ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহজাহানের করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে। সুতরাং তারা করোনা ভাইরাস আক্রান্ত নন।
শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) এই রিপোর্ট দিয়েছে। বিআইটিআইডির ডাক্তার শাকিল আহমদের সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ সন্দেহে গত ২৫ মার্চ তিন চিকিৎসকের নমুনা পাঠানো হয়েছিল।
নমুনা প্রতিবেদন ঢাকায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রে (আইসিডিআর) পাঠিয়ে দেওয়া হবে।
গত মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতর ঢাকার বাইরে প্রথম চট্টগ্রামের বিআইটিআইডিকে করোনা সন্দেহজনক নমুনা পরীক্ষার অনুমোদন দেয়। পরীক্ষার জন্য ঢাকা থেকে করোনা শনাক্তকরণ কিটও পাঠানো হয়। বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হয়।
উল্লেখ্য, জেলার প্রথম করোনা সনাক্ত রোগি মুসলিমা খাতুনের (৭৫) চিকিৎসা করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইউনুছ, ডাক্তার মোহাম্মদ শামসুদ্দিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহজাহান।
করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য গত ২২ মার্চ ঢাকাস্থ আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল।
২৪ মার্চ পাঠানো রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে মুসলিমা খাতুনের। এরপর চিকিৎসায় নিয়োজিত থাকা তিনজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।
জেলা সদর হাসপাতালে দেয়া তথ্য মতে, এ পর্যন্ত ১০ চিকিৎসক, ৮ নার্স ও ৩ ক্লিনার হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-