কক্সবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুমুক্ত তরল ছিটানো কার্যক্রম শুরু

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑

 
মহাদুর্যোগ ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে কক্সবাজারকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে জীবাণুমু্ক্ত তরল ছিটানো কার্যক্রম শুরু হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবা) দুপুরের দিকে জেলা প্রশাসন, কক্সবাজার এর উদ্যোগে ও একশন এগেইন্সট হাঙ্গার (এসিএফ) এর সহযোগিতায় শহরে এবং বিভিন্ন উপজেলায় জীবাণুনাশক তরল ছিটানো এই কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশের এ ক্রান্তিলগ্নে করোনার মোকাবিলায় আপনারা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এগিয়ে আসুন। আমরা আছি আপনাদের পাশে সবসময়।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এসময় হাত ধোয়ার জন্য স্থাপিত অন্যান্য কার্যক্রমও উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তাঁর সাথে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি প্রমুখ উপস্থিত ছিলেন

আরও খবর