রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজার চকরিয়ায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় থাইল্যান্ড ফেরত এক প্রবাসী থেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৫মার্চ) চকরিয়া পৌরসভায় ১নং ওয়ার্ড ঘনশ্যাম বাজার গ্রামে মোঃ শফিক নামে এক প্রবাসী যুবক থেকে অর্থদণ্ড আদায় করেন উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা প্রতিনিয়ত চকরিয়ায় সর্বত্র জনগণকে সচেতনাতামূলক পরামর্শ দিয়ে আসছি। ওই যুবককে হোম কোয়ারেন্টাইনে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ১৪ দিন এলাকায় চলা ফেরা না করে হোম কোয়ান্টেনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-