টেকনাফে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑ 

টেকনাফে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়,২৪ মার্চ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া এলাকায় মোবাইলে ‘লুডু’ খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা আবু তাহের নামে এক যুবকের বুকে ছুরিকাঘাত করে।

এরপর পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত যুবক হচ্ছে ২নং পুরাতন পল্লানপাড়া বসবাসরত এবাদুল্লাহ পুত্র মোঃ আবু তাহের বাবুর্চি(৩৬) সে পুরাতন রোহিঙ্গা।

এলাকাবাসীর কাছ থেকে তথ্য নিয়ে আরো জানা যায়, একই এলাকার আবুল কাসেমের পুত্র নুরুল আমিন (ফুতু), সিরাজের পুত্র নুর ইসলাম(৩৬)সহ কয়েক যুবক মোবাইলে লুডু খেলছিল।

উক্ত খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির মধ্যে
আবু তাহেরকে ছুরিকাঘাত করে। এদিকে সংঘটিত ঘটনার খবর শুনে টেকনাফ থানার এসআই অরুন কুমার চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন এই হত্যা কান্ডের সাথে জড়িত খুনিদেরকে আইনের আওয়তাই নিয়ে এসে কঠোর হস্তে দমন করা হবে।

আরও খবর