কক্সবাজারে সূলভ মূল্যে মিলছে টিসিবি’র পণ্য

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
আজ ২৪ মার্চ (মঙ্গলবার) থেকে কক্সবাজারের বাংলাবাজারস্থ মেসার্স কাদের এন্টারপ্রাইজে নিম্নোক্ত সুলভমূল্যে টিসিবি’র পন্যসমূহ পাওয়া যাচ্ছে।

২৪ মার্চ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের ফেসবুকপেজে দেয়া তথ্যমতে, চিনি ২৬০০ কেজি ৫০ টাকা, মশুর ডাল ৪০০ কেজি ৫০ টাকা ও সয়াবিন ৪০০০ লিটার ৮০ টাকা করে টিসিবি’র এই পন্যসমূহ পাওয়া যাবে।

আরও খবর