ইমরান আল মাহমুদ,উখিয়া ◑
উখিয়ায় করোনা আতংকেও স্বাভাবিক রয়েছে জনজীবন। প্রথমে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেলেও সম্প্রতি আইসোলেশনে থাকা বিদেশ ফেরত এক নারীর মৃত্যু হয়েছে।
তাছাড়া দেশের বিভিন্ন স্থানে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় লকডাউন ঘোষণা করা হয়েছে। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫জন করোনা আক্রান্ত ব্যক্তি।
সম্প্রতি কক্সবাজারের রামু উপজেলায় রেড এলার্ট জারি করে সন্ধ্যায় সব দোকানপাট বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। দিন দিন পরিস্থিতিতি অবনতির দিকে যাচ্ছে।
এমতাবস্থায় স্বাভাবিক জনজীবন অব্যাহত রয়েছে উখিয়ায়। জনসাধারণের মাঝে এখনো তেমন আতংক বিরাজ করছেনা। তবে রোহিঙ্গা ক্যাম্প থাকায় সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে এ উপজেলা।
রবিবার উখিয়ার ব্যস্ততম স্টেশন কোটবাজার সরেজমিন দেখা যায়,জনসাধারণ ঠিক আগের মতোই জীবনধারণ অব্যাহত রেখেছে।রোহিঙ্গা ক্যাম্পের চাকরিজীবী শত শত নারী পুরুষ প্রতিনিয়ত ক্যাম্পে আসা যাওয়া করছে।করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে জনসাধারণের মাঝে তেমন আতংক দেখা যায়নি।
বিভিন্ন ধরনের যানবাহনেও অতিরিক্ত যাত্রীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের কয়েকজন জানান,করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উখিয়া-টেকনাফ। কারণ এই দুই উপজেলাতে লাখ লাখ রোহিঙ্গাসহ দেশী-বিদেশি বিভিন্ন এনজিও সংস্থার লোকজনের বসবাস রয়েছে বলে জানান।
তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভাইরাস সংক্রমণের আগেই জনসমাগম বন্ধে কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করে সচেতন ব্যক্তিবর্গরা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-