কক্সবাজারে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে জরিমানা, দন্ড

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
করোনা ভাইরাসকে পুঁজি করে যেসব ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র উর্ধ্বগতি বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে কক্সবাজার শহরের বড়বাজারে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ৭ জন দোকানদারকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং একজন পাইকারকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর এক বিজ্ঞপ্তিতে জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভুত পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কেউ অধিক মূল্যে পণ্য বিক্রয় কিংবা মুনাফার লোভে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করতে না পারে সে লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

আরও খবর